জন আর আসচ্ছে না -
         ডাক যদি আজকে দিত,
             মে মাসের গরমে কি সাড়া পেত?


আজকাল সাড়া দিলেই তো বিপদ,
  চলতে হবে মোমবাতি হাতে অনেকটা পথ।    
    শ্রমিক শুধু  ভাবে -
             কে বা থাকবে,  কে বা হবে রদ।


আসল শ্রমিক যারা আছে, রাস্তা,মাঠ,বন্ধ ঘরে-
তাদের দেখেছো কি মে দিবসের কথা বলতে!
বলবেই বা কেমন করে-
বেগার যে খাটচ্ছে, ঘামের দাম না পাওয়ার সাথে ভালোবাসা হয়েছে।


রবিবার মানে ছুটি-
যদিও স্বপ্ন মানি;  পারিশ্রমিক কাজ অনুসারে,
ওমা এতো রূপকথার ঠাকুরমার ঝুলি।


পেটে আগুন জ্বলে,
তবুও চোখ নামিয়ে কাজ করে,
প্রতিযোগিতায় নিজের স্থান মজবুত করেছি-
চর্ম, শরীর, অস্থিসন্ধি, মজ্জাকে হাতে তুলে বেঁচে আছি-
      তবেই শ্রমিক আমি।
==============================