তির্যক পাহাড়ের পাশে, রূপালি চাদরে একই চাঁদ
রোজ তালভঙ্গের দোষে, চলে যায় দূরে-
   ভোরের তিতির পাখি, ডানায় সাদা মেঘ ভরে!

ব্যথায় মোড়া আঁধার, চন্দ্রমাসের পরে নামে রাত,
জোনাকি আলোর সন্ধানে ছুটে, শঙ্খে শোনায় নিনাদ।
নিষ্পাপ স্বপ্ন, বিশ্বাস, দীর্ঘশ্বাসে পায় নিস্তব্ধতার সাধ!


আছড়ে পড়া জলে, নদীগর্ভের উত্তাল স্রোত;
মনে করায় বুকের স্পর্শ, তোমার ঝাপসানো ক্ষোভ-
ফর্দে রেখেছি তুলে,ভাঙ্গা মনের প্রেমের লোভ!


শেষের চাঁদিনী রাত, অনুরাগে পুড়েছিল শরীরের সোহাগ-
বেলাভুমিতে ঠোঁট ছুঁয়ে, নেমে আসে ঘুম জলে;
তালি দিয়ে সময়, শব্দবিন্যাসে একাকী নিশ্চুপ চলে!
====================================