আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছি,
ছলে-বলে তোমার সাথে চলেছি,
তোমার মধ্যে মিশে, স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
আবেগের ঢলে, গ'লে যাওয়া পাহাড় আমি-
দাঁড়িয়ে কি করে বলো- একা থাকি?
পথ যে আমার মেঘে ঢাকা, চির তৃষ্ণার্ত অন্ধকার রাত্রি!


খাই কামড়ানো সময়ের ভাঁজে, রূপালী সন্ধ্যার সাজে; কি জানি কি গেলো বলে-
মনের প্রজাপতিকে দরজায় কড়া নাড়িয়ে, নিস্তব্ধ রাত্রির জোনাকি।
পাষাণের গায়ে, ঝর্ণাধারা হয়ে ঝরো-
সবুজ মাঠের পর মাঠ পুড়িয়ে, আগুন জ্বালো।
অপেক্ষায় নিথর- তোমাকে ছুঁয়ে যাওয়া আনন্দ;
করুণ সুরে তোমার শহরে, পেয়েছি মনের দিগন্ত!


সাগরের জলে সুর তোলে মাঝি মল্লার;
রাগ বেহাগে আনে আনন্দ ভালোবাসায় ভেজার।
কালো আঁধারে ক্লান্ত স্পর্শে, আবেগের নদী,
বাঁধন খুলে- পার ভাঙ্গে আর্তনাদে।
স্বপ্নের বাঁধন লুটিয়ে পড়ে-
কি জানি কোন কাহিনী, শোনা যাবে।
বেঁচে থাকার ইচ্ছে, নতুন করে রঙিন হয়ে, বন্ধ চোখের সাথে প্রতি মুহূর্ত জাগে।
***************************