দশ দিকে / বকুল বৈরাগী

ঝড় উঠেছে 'ঈশান' কোনে, মেঘ ঢেকেছে আলো
'নৈর্ঋত'এ আজ মুক্ত বাতাস, দূর হয়েছে কালো
'অগ্নি' থেকে আসছে ধেয়ে
'বায়ু' তে সব যায় মিশিয়ে
ঊর্ধ্ব পানে তাকিয়ে দেখি, নেই এখনো ভালো।

'পূব' আকাশে ঊষার আলোয়, আজ দেখেছি তাকে
'পশ্চিমে' ওই গোধূলি বেলায়, নদীর আঁকে বাঁকে
উত্তরে আজ বড়ই একা
দক্ষিণে তার পেলাম দেখা
এক পশলা 'অধঃ'ক্ষেপণ, জলছবি রঙ আঁকে।