বেদনায় ভরা আকাশটা নিস্তব্ধ হয়ে উঠে,
কিছু কস্ট গভীর রাতে অন্ধকারে ফুল হয়ে ভাসে।
মধ্যরাতে অচেনা মানুষের মতো প্রবল স্রোতে ছুটে যাই,
সীমাহীন তৃষ্জ্ঞা নিয়ে ক্যানভাসে কুয়াশা আঁকি।


তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা,
মুগ্ধ মোহে নির্মল শ্বাসে বুক চিতিয়ে আছো।
তোমার অপলক দৃষ্টি মুছে দিক বিষন্নতার আঁধার
উত্তপ্ত ভালোবাসার আভায়।


দিনগুলি চলে যায় স্রোতস্বিনীর মত,
ফেলে আসা সমুদ্রের পাড়ের মুর্হুত গুলো আজ,
ঢেউ এর সাথেই হারিয়ে গেছে কোথাও যেনো।
সন্ধের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে
কিছু ফেলে আসা চাওয়া পাওয়া অপুর্নতার বেদনায়,
সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতা
অনুভব করা হয়তো সময় এখন।