নিউইয়র্কে বসন্তের আগমনে কোকিলের সুর শুনতে পাই না,
এখানে কোকিল নেই, তবু বসন্ত আছে, মনের ভেতরে জমে থাকা কোকিল ডেকে চলে অহর্নিশ।
রঙিন ফুলের লাল হলুদ শোভা চারপাশে কৃষ্ণচূড়ার পাঁপড়ি কুঞ্জে,
সুখ-দুঃখের পাল উড়িয়ে, মন দুলে যায় আনন্দ বিলাসে,
চতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।
আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে
নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি।
রঙধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না এখন,
মুগ্ধ দৃষ্টির খুব কাছেই তোমার চোখে রঙধনু যেন নিজেই এসে ধরা দেয়।
জানালার থেকে নক্ষত্রের আলো নেমে আসে,
সেই আলোতে দেখেছি তোমাকে আমার গহীন হ্রদয়ে, যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।