ফুসফুসের উষ্ণ নিঃশ্বাসের গন্ধ তীরের মতো প্রশ্নবিদ্ধ?
শেফালী জুঁই মনে মনে ছুঁই, সুখ ঘ্রাণ অন্তহীন প্রাণে।


সেই কবেকার কথা যখন সৃষ্টির মাঝে আসেনি পূর্ণতা,
সন্দিহান চোখে বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে।


ফুসফুসের ভেতর পোকা-মাকড় গুঞ্জন করে ওঠে,
নিস্তব্ধতার ছল কেটে এগিয়ে গেলাম তোমার দিকে।


দৃষ্টির আড়ালে কেঁপে উঠি, অদৃশ্য কুয়াশার মতো,
বাতাসে ভেসে আসা চেনা গোলাপের গন্ধ।


পাতা ছুঁয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে সোনালি মৌমাছি,
দুহাত বাড়িয়ে করেছি ঝরা পাতা ছোঁয়ার চেস্টা।


বুকের মধ্যে সুগন্ধি রুমাল না রেখেই বলেছিলে..
অথচ বিশ্বাসের রোদে পোড়ে নিজেই হয়েছো অঙ্গার।


স্লিপ অ্যাপোনিয়া তন্দ্রাচ্ছন্ন আঁখির হাসি অমলিন,
ব্যস্ততা শুদ্ধ করে মুছে দিক দৃষ্টির সীমানা ছাড়িয়ে॥