মেঘের দু’চোখ আজ আমাকে খুঁজে,
পালকবিহীন পাখীর মতো।
গোধূলিতে আমি শূন্যতা চাইনি,
তবুও কানায় কানায় শূন্যতা জেগে উঠে।
অভিমানের লেপ্টানো কিছু কষ্টের ছোঁয়া,
অদৃশ্য ভালোবাসার মাখামাখি,
তপ্ত হৃদয় ব্যকুল হয়ে….
কিছু কথা লিখে যেতে চাই ডায়েরীর পাতায়।
সময়টা অদ্ভুত আবেগের চোখে
মনটা ছিলো গোধূলির রঙে
আপ্লুত সুখগুলো গড়াগড়ি খায়,
তোমার বিমুগ্ধ চাওয়ার কাছে,
ডায়েরীর পাতাগুলো অঝোরে কাঁদে।
অসুখ নামক শব্দটা ডাক দেয়
কুয়াশা চাদরে মোড়ানো বিরহে।
বাড়ছে নিঃশ্বাসে বুদবুদ শব্দ,
নিঃশ্বাসে নিঃশ্বাসে পরিচয় খুঁজি।