ধোঁয়া ছলছলে আকাশ,
নির্জনে তারা জ্বলেছে জোছনা চাঁদে,
শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মিশানো হাওয়া,
রাতের আকাশে, নীলচে তারা মিটিমিটি জ্বলে,
নিস্তব্ধতা কাটিয়ে উঠে, স্তব্ধতার ঘোরে,
চতুর্দিকে পতনবাহী বাতাস উরে,
উড়ছে উড়ুক দু:স্বপ্নগুলো,
প্রত্যাশা-চিহ্ন খুঁজে ফিরে আশার জ্যোতি,
বুকের পাঁজর খুঁড়ে খুঁড়ে চাই অমৃত আস্বাদন,
আমার বুক জুড়ে শুধু রৌদ্র দহন,
আমার নিঃসঙ্গতার পদচারনা হোক,
তোমার চোখের মতোই নিষ্পাপ আর স্বচ্ছ,
স্মৃতির বিহঙ্গ,কোমল ফুলের মতো রাঙ্গা,
শুদ্ধতা ও শুভ্রতায় অকৃত্রিম ভালবাসা।