আমার আর কোন অভিযোগ নেই,
নেই কোন অভিমান, রাগ কিংবা বিদ্বেষ।
চারিদিকে অক্টোপাসের মত বিষাক্ত ছোবল,
স্বার্থপরতার গভীর নেশায় মগ্ন।
পথহারা পথিকের মত দুর্গম কাঁটা-ভরা পথ দিয়ে,
কখনো এদিক আবার কখনো ওদিক চলেছি।
ছুটে চলেছি লক্ষহীন সময়ের পদচিহ্ন ধরে ,
যেখানে ভালোবাসা শুধুই আজন্ম লালিত স্বপ্ন।
ভীষণ শীত, তুষার বৃষ্টি হিমাঙ্কের বহু নিচে নেমে গেছে,
তবুও তুষারকে আলিঙ্গন করে হাঁটছি,
নস্ট সময়গুলি বার বার ফিরে আসে,
বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো বাক্সে।
নিজেকে সপে দিব একদিন,
শেষ হবে বিরহের ইতিহাস,
শেষ হবে যাপিত জীবনের সব অভিযোগ,
যে অভিযোগ হতে মুক্ত হতে পারিনি আজো।