এক)
রাতের রুপালি জ্যোৎস্নার চাঁদটাকে কালো মেঘ ঢেকে দিল,
ধূসর মেঘের খামে, চিরস্মৃতিময়ী ধ্রব তারকার বেশে।
ইচ্ছে জাগে বৃষ্টির ফোঁটা দেখি একটু ছুঁয়ে,
লাগাই ছোঁয়া শীতল পরশে, মনে এক চিলতে বিশুদ্ধ সুখ।  
দুই)
বর্ষা নিয়ে কবিতার অহেতুক মিথ্যাচার,
দু:স্বপ্নে ঘুমহীন, কখন পাহাড় ধসে পরবে,
ধসে পরবে প্রতিরোধ দেওয়াল,
কখন দেওয়ালই কেড়ে নিবে প্রাণ?
তিন)
কল্পনাবিলাসী মন মুক্ত বিহঙ্গের মতো পাখনা মেলে উড়ে,
হৃদয়ের বেদনা স্মৃতিমুখর বর্ষায় বুক ভরে জেগে উঠে,
দিগন্ত বিলাসী বক পাখীর নিরুদ্দেশ যাত্রা।
নতুন বৃষ্টির মতো  ভালোবাসার কাব্য সাজাই।