চারপাশে মৌনতার অতন্ত প্রহরী,


মোহনীয় ঘ্রাণ, ঝিরিঝিরি বাতাস আর মিষ্টি বিকাল।


বুকের জমিনে নিঃশব্দ জমে থাকা সুখ,


ছড়িয়ে থাক অব্যক্ত কাব্যের মিশ্রণে,


বিশুদ্ধ আবেগ নিষ্ঠুর উত্তাপ থেকে আগলে রাখা,


বিমুগ্ধতার অংকুর ধূসর পথে ঝরে পড়ে কবিতার ফুল,


চোখে উন্মুক্ত আকাশ, সুখের স্রোতে অবগাহন,


হরিণীর মতো ছটফট করছে বেওয়ারিশ সুখ,


অনির্বচনীয় মুহূর্তে ঠিকানাবিহীন সুখের নির্বাসন।