নির্ভেজাল পরিবেশে বিশাল সমুদ্র যেন মিশেছে আকাশের সীমানায়।


বিশুদ্ধ বাতাস ভালোবাসা জানায়, গাঙচিলেরা উড়ে বেড়ায় পাহারায়,


সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে চেনা পৃথিবীর নোনা বাতাসের স্বাদ নিচ্ছো,


আমি দুরন্ত বাতাসের সাথে ফিস ফিস করে গল্প করি আর ডুবে গেছি তোমার চোখের সমুদ্রে।


জোয়ার ভাটায় রক্ত উঠে নামে,


আলো ছাঁয়ার খেলায় ফুটন্ত সদ্যপ্রস্ফুটিত লাল গোলাপ তুমি,


কতকাল পরে যেন এলো এই আনন্দঅশ্রু, অশান্ত সাগরের বুকে ফুঁসে ওঠা ঢেউয়ের মত।


অনন্ত নীলিমার মধ্যে ডুবে হারিয়ে, অন্তহীন অপেক্ষা শেষে সমুদ্রের সাথে আলিঙ্গন।


সজীব অক্ষরে ঢাকা কবিতার বুকে ভালোবাসা ঘুমাবে স্বর্গের ঘুম।