মুখে ভাতের অনেক আগেই আমার মুখে বাঙলা ভাষা দিয়েছেন মা
ভূমিষ্ট হবারও আগে বাবা মা আমার রক্তে মিশিয়ে দিয়েছেন বাঙলা ভাষা
হামাগুড়ি থেকে হাঁটতে শিখেছি আমি বাঙলায়


তারপর
বিদ্যাসাগর শিখিয়েছেন অ আ ক খ
রবীন্দ্রনাথ শিখিয়েছেন বাঙলায় গান
বাঙলার মুখ দেখিয়েছেন জীবনানন্দ দাশ
প্রকৃতির সঙ্গে কথা বলি আমি বাঙলায়


আমার পেটের ভাত আমি বাঙলায় পাই
বুকের ভালোবাসা সেও তো বাঙলা
বাঙলায় কাঁদি বাঙলায় হাসি
মরব আমি বাঙলার মাটিতে
" আবার আসিব ফিরে বাঙলায় এই ধানসিঁড়িটির তীরে "


আমার ভাইয়ের বুকের রক্ত দিয়ে পাওয়া এই বাঙলা আমিও আজ লড়ে যাই তাদেরই পথে
------ প্রণাম