জৈষ্ঠ্য পূর্ণিমায় জেগে আছি রাতভর
পূর্ণ চাঁদ থোকা থোকা কালো মেঘে ঢাকা  
চাঁদ যদি মানুষ হত
তারও বুকে কত মেঘ বজ্র বিদ্যুৎ নিয়ত
আবার শান্ত জীবনে বইত দখিনা বাতাস


কত ঝুপড়িতে ঘুমাচ্ছে অর্ধ মানুষ
উটের মতো কুঁজো হয়ে সন্তান আগলে
অথবা সারাদিনের অবসাদ পেরিয়ে রমন ক্লান্ত


বাঁশ বাগানের মাথায় যেমন গোপনে উঠে আসে
তবু জানে না তাদেরও বুকে খেলা করে চাঁদ