কয়েৎবেল গাছের তলায় শুয়ে আছে পূর্ণ রাত্রি
গোল পুকুর ছায়ায় নিস্তব্ধ শিথিল জোনাক
কালো ঝোপঝাড় সাজায় ঢিবি ঢিবি অন্ধকার
কানের কাছে দুরন্ত ঝিল্লি গায় সুর
আর আমার প্রতিটি কণা মিশে যায় বায়ুহীন গুমোটে
আবছা খোলামকুচি পথে দুহাত খোলা আহ্বান
কচু লতিকার মতো প্রাণে জড়িয়ে নেয় সবকিছু
ক্রমশ ভারহীন ভেসে উঠি প্রদীপ্ত আলোয়


আমরণ অস্তিত্ব বুকে জেগে থাকে শালপাতা মাঠ