অন্তর্গত চোখে এক আবছায়া কাজ করে
ক্রমে হারিয়ে যায় দৃশ্য জগৎ


অনন্ত পথ পা হাঁটে ছায়ার ভেতর
অলীক স্বপ্ন দৃশ্যে ঘিলুরস পাক খায়
অশরীরী শব্দের মতো কানে আসে কথা
স্পর্শ গন্ধ সরে যায় ধুসর ক্রমশ
দিগন্তহীন চর ব্যাপ্ত চারদিক শুধু
অস্তিত্বহীনের মতো ভেসে যাই কোথাও