ছায়া অস্তিত্ব নিয়ে শুয়ে আছে শ্মশান
ধোঁয়ার রূপে বিলীন শরীর গন্ধ ছড়ায়
ছুঁয়ে ফেলে নিশাচর বাতাস
কালপেঁচার শব্দ কাছে ডাকছে
অবশ হাত পা অস্হির চলন খোঁজে আর
রুদ্ধ কন্ঠে বেরিয়ে আসতে চায় চিৎকার


আমার ভেতরের কঙ্কালটাও নড়ছে
শব্দ গন্ধ স্পর্শে মিশে যাচ্ছে পরস্পর


চেতনা ছাড়িয়ে এক হয়ে যাই ক্রমশ