শতাব্দী প্রাচীন তেঁতুল তলা বুকে
কুঁড়ির বাঁধ জেগে থাকে আমার ভেতর
আর গঞ্জের খালের কোল-ছায়া ছুঁয়ে যায়
নিমগ্ন রাতের সহচরী ঝোপঝাড়ে
অভিনন্দিত সময় হাতে হাত রাখে বন্ধু সরীসৃপ
আবছা জ্যোৎস্নার মোহময় অন্ধকার
ডানার ফিসফিস নিয়ে নিশাচরের সন্ধানী পথ
কচুরিপানার ফুলে ফুলে হাসে তার রূপ


নিভন্ত সময়ও কেমন আলো জ্বালে
আত্মমগ্ন আমিও চলি সুদূর অন্তহীন