মেঘ ভার রাত্রির নিরবতা বড় অভিমানী


ঝিঁঝি লুকায় বৃষ্টির তলায় আর
কালো আকাশ আপন হয়ে যায়
বুক প্রসারিত কচি কলাপাতা  আটকায় মাথার ছাদ
নিঃস্ব উষ্ণতায় পথ থমকায় পতন শব্দী ফোঁটা
ব্যাঙ ডাকছে প্রণয়িনী সঙ্গে


একাকী নীরব তালগাছের বিষন্নতায়
শুধু জীবন্ত বিছানা জাগে কাটায় এক অলীক যাপন