শীতল ছায়ায় নেমে আসে স্রোত
স্তব্ধ হাত পায়ে মিশে যায় অন্ধকার
দূষিতের বেড়াল ডাক একা করে যায়


নিশ্বাস বাতাসে মহাজাগতিক শব্দ ঘুরেফিরে আসে
আর চোখে নামে অদৃশ্য সব ছবি
স্পর্শ অনুভবে বিলীন দৃশ্য হাঁটি একাকার
অন্তর্লীন চেতনায় আত্ম মুখ মিশে যায়
অস্তিত্বহীনের অন্তঃঅস্তিত্বে ভাসে পথ ইশারা


অদ্ভুত ছায়ার ভেতর বয়ে চলে এক সজীব প্রশান্তি