উলঙ্গ সময় শ্বাস নিই মহাভারতের
ঠাকুরদা আর ভালোবাসার বেগুন বাগান
ধূসর রঙ ছাইছে ক্রমশ


আমাকে ডাকছে তমা অট্টালিকার দশ তলায়
ঝলমলে ঝাড়বাতি সাদা বিছানায় গোলাপ পাঁপড়ি
জানালার নীল কাঁচে ভেসে ওঠে ছবি
দীঘির পাড়ে ঝোপে কঞ্চির ছিপ হাতে শৈশব
দাদুর চোখ ঘেঁষে হেলেঞ্চা আয়াপানের ছায়া
হলুদ মাখা হাতে খুন্তিতে মা বেগুন ভাজে  


হাজার বছরের পুরানো আমি শেকলেই বাঁধা