স্বপ্নে পেরোই নদীর অশ্রু
সন্ধ্যার আকন ফুল জোছনা হয়ে যায়
মরা বেনাঘাসের সংসার টপকাই ভাঙা বাঁশ পুলে
হৃদয়হীন তালগাছ দাঁড়িয়ে থাকে লীন আমার সমগ্র
প্যাঁচার ছো মারাতেই রসদ উঠে আসে জিভে
শ 'য়ের পোড়ো ঘরদোরে আগুন দিয়ে
শুকনো বকুল-সুবাস রেখেছি তুলসীতলায়