মৃত্যু মুখে রোজ হাঁটি সবাই


প্রতি সকালে শিশুমুখ ফোটে উঠোনে
সারাদিন ধানখড়ের গন্ধ গায়ে মেখে
মাঠে মাঠে জুঁই ফোটায় দাদু কাকা বাবা ভাই  


তারপর
আনন্দ বেচে ঘরে রাখে কঙ্কালসার জীবন