আষাঢ় মেঘের নিচে শেষ শয্যা জ্বলছে


পড়তে না জানা দিদিমার বর্ণময় চার কন্যা
ছোটবেলায় শোনা ' চোখ থাকতে অন্ধ আমি ,
তোরা মানুষ হ ' স্তোস্ত্রমন্ত্রে দীক্ষিত আমরা


বসন্তভিলার ভিতে বাতা-ঘর
আজও বাজে শিহরিত কন্ঠ-সুর
শত তাপেও যা পোড়ে না শুধু আগুন রেখে যায়