সকাল থেকে আজ অনেক কথা হচ্ছে
একা একা তোমার সাথে ।
যেমন করে রোজই হয় , তবে ছুটির দিনে
যেন কথাগুলো আরও বেশি করে সাজে ।
সকালের প্লেটে, ওমলেট আর টোষ্ট ছিলো
চিঠিতে দিয়েছিলাম নিমন্ত্রণ ।
তুমি ,আসতে পারো না জানি  দূর থেকে , তবু  আমি  তো ভুলিনা ,জানাতে আমন্ত্রণ ।
যাই হোক একটু বাদে দুপুর হবে
রান্নাটাও  আমার হাতেই হবে ।
আজ মাংস , আর সঙ্গে সাদা ভাত,
প্রহর গুনি রোজই তুমি আসছো কবে ?
তুমি এলে পরে, রোজ নিজে হাতে তোমায়
রেঁধে খাওয়াবো , রাজি !
তুমি শুধু চুপটি করে বসে , খাবে ।
এতেই আমি সুখ পাবো জানি ।
আমি এইসব দারুন করতে পারি
যদি রাখো ঠোঁটে হাসি  ।
একটু পরে বিকেল গড়িয়ে ,রাত হবে
আজ তাহলে স্বপ্নে আসি!!