এই যে , তোমাকে দিন রাত জাপটে
ধরি , তোমার তাতে দম বন্ধ হয় !
নাকি ইচ্ছা করে মুখের ওপর মুখ রেখে গরম নিশ্বাস গিলে ফেলতে ।
যত বার বলবো ভালোবাসি শুনবে? শুনবে তুমি , !
আমি মানুষ টাই খুব ছোট ,
ওইটুকু নিয়ে থাকি ।
আমি মানুষ টাই , তুমি
তোমাকে ভালোবাসি ।
আমি মানুষ টাই ঋণী ,
কোটি বার বলবো ভালোবাসি ,
কোটি বার বলবো , পরশ দাও ।
তোমাকে থোড়াই কেয়ার করি!
আমাকে তো আটকানোর না ।
আমি উরাল , আমি ক্রন্দন ।
আমি উন্মাদ , আমি বিরল ।
খুব ভালোবাসি ।
ও বেলার ডাল ভাত , যখন ভবি
তুমি মুখে তুলে দিচ্ছ ।
এর থেকে আনন্দ আর কোথা পাই?
রাতের নির্জনে , বুকে যে বড়ো বড়ো নিশ্বাস চলে , তোমাতে অব্দি পৌঁছয়?
রাত যে স্বপ্ন গুলো তোমাকে নিয়ে , না জানি কত যে ঘর বাঁধে , তুমি থাকো সেই ঘরে?
রাতে তো দেখি , ভোরের বিছানা শূন্য কোনো তবে?
কখনও কিছু পলকে যে চোখ আমি মুছি , সে জল তোমাক কখনো ভিজিয়ে দেয়?
কত সমুদ্র স্রোতে , সেই জল মেশে ,!
যদি মেশে তবে তার হিসাব কে রাখে?