নির্জনে এক কোণে ,  স্বপ্নের আঁচল ধরে । ফলাফল শূন্য ..
বয়স বাড়ে রোজ ..
সব অভাবের অনাহারে দিন যাপন ।
চোখ মুছে মুগ্ধতা নিয়ে দেখি ।
আর কি বা দিতে পারি ..  
রঙিন স্বপ্ন গুলো রোজ একটু একটু করে জ্বলে আর নিভে যায় , ঠিক জোনাকির মতো ।
মিটমিট মিটমিট ।
এ লগ্নে পূর্ণতা নেই , আছে দহন ।
জানান যদি দেয় শব্দ । হতো কোনো আঙিনায় জব্দ ।
সব ফেলে একদিন চলে যাব জানি , যাওয়া তো হয়না ......
আর যাব‌ই বা কেন , অভাব ঘোচাতে বেঁচে থাকবো আজ‌ও ........ ।
আমার অভাব তোমাকে পোড়াতে পারলেই , আমি সত্যি , ... বাকি সব‌ই মিথ্যা । এ দুনিয়ায় ।
সব থেকে বড়ো অনুভূতি .. তারপর‌ই বাস্তব রসায়ন । ‌।