সেদিন আঙ্গুল গুলো , থাবা বসাতে চাইনি , একটু স্পর্শ ছেয়েছিল ।
তা বহুদিন হলো ।
কিছুদিন আগে যখন অবেলায় অভিমানী হলাম ...
আবার প্রমাণ করতে চাইলে থাবার
আসর ।
না পাওয়া তে বেদনা কোথায়?
বেদনা তো , চোখতে ...
শতবার ডাকি ,
আমি মুখ ফিরিয়ে রাখতেই পারি না।
এইতো একটু খানি একটা জীবন ।
আর কত যুদ্ধ ?
গোলাপ ও তো কাদতেঁ পারে ...
দু নয়ণ বোঝে চোখ বোঝা চোখ খোলা তে , কতো গোলাপ এর কান্না ঝরে ।
ঝড়ের মুখে শব্দ শুনবো , তুমি শুধু
আগুণ এ শব্দ শুনবো তুমি শুধু ।
বৃষ্টি তে শব্দ শুনবো তুমি শুধু।
আলোতে শব্দ শুনবো তুমি শুধু।
অন্ধকারে শব্দ শুনবো তুমি শুধু ।
না পাওয়ার উপন্যাসেও গাইবে শুধু তুমি ।