ছন্দবদ্ধ তুমি আমার কাব্যে
কথা মালার ফুলঝুরি আমার গদ্যে,
আমি শুধু দাঁড়ি আর কমা
ভাঁজে ফেলি তোমায়, করে কোন উপমা।
আমি উপপাদ্যের ছক এঁকেছিলাম তোমার মাঝে
এঁকেছিলাম সম্পাদ্যের বাসনা,
বহুব্রীহি রূপে তোমার মাঝে দণ্ডায়মান
সন্ধি হতে সাধনা।
দিয়েছি দ্বিরুক্ত শব্দের সমাহার তোমার রুপে-গুণে
তোমার ধ্বনির পরিবর্তন আমার বাক্য শুনে,
ঐ দুটি সজল চোখ আমার প্রত্যয়
তোমার ক্রিয়া আমার সঞ্চয়।



চিৎকার করি,
কাল, পুরুষ উপেক্ষা করে
তোমাকে পাওয়া হোক।
তোমার ছলনা, আমার শোক
আমার সান্তনা, তোমার খোশ।
দেখিয়ে দিলে,
তোমার ব্যাকরণে আমি গুরুচণ্ডালী দোষ।