শৈশবকাল-


বলে গুরুজন,


করো বাছা সত্য অন্বেষণ।


জীবন কালে হবে ঘোষিত দিগ্বিজয়ী


মৃত তুমি হবে স্বর্গ জয়ী,


গজাবে কৃপা চরণতলে


চন্দ্র আলো মা- জননীর।



যৌবনকাল-


বলে বন্ধুগণ,


কেন এতো মাতামাতি করতে সত্য অন্বেষণ ?


দেখ চেয়ে ধরণীর বেগ


তুচ্ছ তোর সুপ্ত আবেগ।


সর্ব নিন্ম পেটের জ্বালা আর


সর্বোত্তম ধন,


অবাধ হোক তোর গমন।



প্রবীণ কাল-


বলে পুত্রগণ,


কি করিলে করে সত্য অন্বেষণ ?


নৈতিকতা গিলালে


স্নান করালে সত্যের জ্বালাময়ী জলে,


তাই আজ শ্বাসপ্রশ্বাস কম।



খুঁজে ফিরি কাঙ্ক্ষিত বিদ্ধাশ্রম


আমারও আদি দিন কেটে যায়,


কড়া নাড়ি পুত্রদের দরজায়


ঐ যে বন্ধুদের বলা "পেটের দায়"।


ওহে গুরুজন,


আজ কেন কঙ্কাল ?


দেখে যাও, দেখে যাও


আমার দিন-কাল।