কাশফুলের মতো যদি হতো সবার মন
রিক্ত হস্তে অপেক্ষায় তোমার কালক্ষন,
সুভাসিত হও তুমি কাঁঠাল চাপার মতো
জড়িয়ে নাও দুঃখ পেলে ভালোবাসা যতো,
বৃষ্টির কদম হয়ে ঝরে পড়া শুরু তোমার
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় অপার,
দৃষ্টি তোমার নান্দনিক ভালোবাসায়
সুপ্ত নদীর মতো মন তোমার দাও আমায়,
গোলাপের পাপড়ির নির্যাস তোমার গায়ে
হাসনাহেনা খেলে লুটিয়ে তোমার পায়,
তুমি ভোরের হাওয়া হয়ে মিলিয়েছ কোথায়
আমায় ভরিয়ে রাখো সুভাসিত রজনীগন্ধায়।