স্বপ্নে দেখা তুমি রঙিন বালুকাবেলা,
সিক্ত হিজলের পাতায় ঝরা মায়া,
কাঠগোলাপের পাপড়িতে মিশে থাকা ভালোবাসা, চিলেকোঠায় পুষে রাখা ছোট্ট একটু আশা


এই শহরের কানে কানে বলি কোথায় তুমি
অলি-গলি নেই সেখানে স্তব্ধ সবি,
আকাশ আমার চোখের পানে খুব চেনা
তোমার সাথে হবে তো দেখা সেই বালুকাবেলা।


তোমার চোখে উওাল নদী
আবছায়া কাজলের ঘনঘটা,
লাল আভার টিপ পড়েছ কপালে
ওষ্ঠে তোমার পরম আবেশে এঁকেছি অহংকার।


পরম যত্নে তুমি আছো মেঘের সাথে
কাশ ফুলেরা তোমার সাথে করে লুকোচুরি খেলা, সূর্যের দীপ্ত শিখায় তোমার ললাট আবহমান
তোমার চরণে নুপুরের রিনঝিন ছন্দ,
এক চিলতে সুখ পরিতোষ বুকে আনন্দ
ঠোঁটের কোণে উঁকি দেয়া স্মিত হাসির ঢেউ,
বেচে থাকো তুমি ভালোবাসায় সূর্যমুখী প্রেম।