হেটেছো কি কভূ পথের কিনারায়-
যেখানে ময়লার পাহাড়চূড়া,
হয়ত তখন নাসিকায় হস্ত আর দ্রুত পদস্থলনে হয়নি তা দেখা, ফিরে কভূ দেখনি আজও সেখানে মানুষের কর্মগুলো।


দেখেছো কি পথের পাশে জীর্ণশীর্ণ কাউকে-
অন্নের লাগি থালা হাতে দ্বারেদ্বারে ঘুরে,
দুমুঠো ভাত যোগাড় করতে
কত পায়ে পরে।
শুনেছো কি তুমি-
আত্মচিৎকার কিংবা কান্নার রোল?
গগনবিদারী যেই চিৎকারে
ভিজে থাকে কপোল।


ঘুরেছ কি কভূ-
বস্তির অলিগলি কিংবা মাচা'র টোঙে?
জীবন কত অসহায়
তার যাপন কত নিঃস্ব সবের,
যেখানে মিলে মিশে কষ্ট নিয়ে-
বেঁচে থাকার চেষ্টা চলে।
ভেবেছ কি  কেমন করে
জীবন তারা কাটায়?
জীর্ণশীর্ণ নোংরা বেশে
দিনটি কেমনে চালায়!
খেয়েছ কি কভূ পথের পাশে
ফুটপাতের ডাল-ভাত?
দেখেছ, কেমন করে দিনমজুরে
চালায় মুখ আর হাত?


বাইরে যা দেখ তুমি
জীর্ণশীর্ণ ভবে, কি করেছ
তাহাদের তরে পূর্ণজীবনময়ে?
জীবন খাতার হিসেবগুলো খুলে  দেখ আজি-
আছে কি সব পরিপূর্ণ, সুস্থ্য ও সাবলীতার ঘরে?


০৬/০৩/২০১৮ ঈসায়ী।