প্রতিদিন ঝরে যায় কত শত প্রান,
আহাজারি আর ক্রন্দনে ভেসে যায় কপোল।
জীবনের আলাপনে হয় সভা কত,
কেউ বলে ভাল ছিল কিংবা বদ ছিল যত!


কেউ ঝরে পরে আর হারিয়ে যায়,
ইতিহাস থেকে।
কেউ ঝরে গিয়েও লিখে যায় পাতা,
ইতিহাসের তরে।


ব্যক্তিবিশেষে কষ্ট আর আহাজারি হয় তফাৎ,
সাধারনের মৃত্যুতে কাদে স্বজন-চারিপাশ।
রত্নসম কেউ যদি যায় ছেড়ে ধরা,
শোকে মূহ্যমান হয় সবি, কাদে লক্ষ জনা।


যার লেখায় ফুটে ওঠে,
আলোর পথের বানী।
তার মৃত্যুতেও কাদে স্বজন,
সাথে এদেশবাসী।


জীবন জয়ের আলো যিনি,
জ্বালিয়ে গেছেন সদা।
সেই রেনেসাঁর কবি "আল মাহমুদ" -
আজ ছেড়ে গেলেন ধরা।


সৃষ্টিকর্তা যতনে রাখিও,
আলোবার্তার এই বাহককে।
বেহেশতের সুখ দিও-
তার উত্তমের প্রতিদানে।