সম্ভাবনা আজ শিকেয়তোলা,
ভালবাসার দরজায় দেখি তালা!
স্বপ্নবুনতে কেউ করেনি মানা-
তবুও তা কোনদিন হবে না পূরণ।
মন মাজারে লেগেছে অনল,
শুনেছি পাশের বাড়ির জলিল' অক্কা পেয়েছে নাকি তায়!
এটা অবিরাম, এটা ধ্বংস-
এতে কতজীবন হয় নিরুৎসাহিত।


তোমার কিসের যোগ্যতা আছে
কি করে কিনে দিবে সাজ,
মেয়েটির হাত খরচ জান কি তুমি-
মাসে কত ইনকামই বা তোমার?
অদ্ভুত এই সবি-
প্রতিটি মেয়ের জন্মই হয়, প্রতিষ্ঠিত'র তরে।


আর ভালবাসার এই ছল, যুগের নিত্যনৈমিত্তিক গুন বলতেই পার।
এটা সময়ক্ষেপণের বড় আবিষ্কার, চাইলেই পকেট ফাকা করে দিতে পারে এক নিমিষে।
ক্যাম্পাসের অলিগলি কিংবা মামার লাচ্ছির দোকান তুমি ভূলে যেতে পার কিংবা কখনোই বা না যেতে পার, তাতে বিন্দুমাত্র সমস্যা নেই!
সেই তো ভরসা এ বেলায়- তোমায় নিশ্বেস করার জন্যিই তো তার আবির্ভাব,
তবুও এই বুদ্ধ জাতির খেই হয়নি কিংবা হবেনা এ বেলায়- বাশ খেয়ে হুমড়ে পরলেই জেগে উঠবে সবায়!