সভ্যতা বিবর্ণ
কোলাহলে মুছে যায় এই সব ঘটনা
রটনা নয় বলেও বিচার কেন হয়না
থমকে থাকা মানবতা নিয়েছে কি ছুটি
ধরছে না কেন চেপে বর্বরতার টুটি?


বাস্তবতা-
আজ নির্জীব, বাক ফিরে পায় না।
ক্ষুধার্ত আর করুনায় ভর করে বেচেঁ আছে
কারো পেশীর ধমকানি কিংবা ছায়ায় কেন আবদ্ধ?
স্বার্থ বুজি স্থির এবেলায়!


আইনের হাত এবেলায় খর্বকায়
লকবের বানে ভেসে যাচ্ছে বহুদূর
স্বচ্ছতার ক্রমবিকাশ মুখ থুবড়ে আছে
দল আজ ব্যক্তির কাছে নিরুপায়
কিরুপে এ জাতির হবে দায়সারা?


২৩/০৩/২০১৮ ঈসায়ী।