আজগুবি সে ভালবাসায়-
বহুরূপী রং!
তুমি আমার প্রথম পুরুষ
বিশ্বাস করোনা কেন?


ছেলেটিও ধারী বেজায়
লাইন দূয়েক এগিয়ে-
প্রথম নারী হয়ে ওগো
এলে মোর জীবনে।


আহামরি ভালবাসায় কত রঙ খেলা
দিন শেষে ভেঙ্গে যায় সব কাল্পনিক ভেলা!
নিয়তির দোষ দিয়ে কেউ কেটে পরে-
কিছু লোকে মজা নিতেই এমন কম্ম করে।


বিষাদে জ্বলে কত মায়া মধুর সংসার-
কামের তৃষ্ণায় ভোগে কেহ উল্লাসে অবিরাম।
বৃথা এই জগতে কত রঙে কত ঢং-
চাহিতেই খটকা সব আজগুবি কারবার।


তবু ভালবাসা বেচেঁ থাক, শুভ্রতায় সদা
আগামীর দিনগুলো হোক পাপ মুক্ত ধরা।


২৪/০৬/২০১৮ ইং
(ঢাকা)