আজ বুঝি হৃদয়ে বান ডেকেছে?
দুঃখের জলে থই থই সারা দেহ।
হৃদয় আসনে বেজেছে পুরনো দামামার সুর-
কে আছিস ওহে রুখবি এ বান?


মন মন্দিরে আজ তার পূজার ঢালা-
সাজিয়ে রেখেছি খুব যতনে।
অজানা এক বানে হয়ে গেল সব বিলীন -
এ ব্যাথার শেষ হবেই বা কবে?


বিনিদ্র এই রজনি আজ আমাকে ভাবায়-
কতদিন এ দিনের স্বপ্ন দেখেছি তা কি তুমি জান?
প্রতিটা মুহূর্ত তোমাকে আগলে রাখার প্রত্যয় করেছি-
বিধাতার খেলায় আজ তুমি সত্যিই অনেক পর!
ভাবতেই জল আসে চোখে-
তাইতো নির্ঘুম কাটে বহু রাত।