কি করছো দোস্ত আব্দুল হালিম
লক ডাউনে কোথাও যাবার জো নেই
মেয়ের বাড়ি থেকে ফিরছি।হয়তো শেষ দেখা দেখে এলাম, কে জানে আমার বেলায়ও তেমন হয়তো।
বাড়ির পাশ দিয়েই যাচ্ছি
ভাবলাম দেখে যাই।
আব্দুল হালিম, ও আব্দুল হালিম-
তবে কি বাড়ি নেই ?
কে ?
ও আলম ভাই আপনি।
না, উনি বাড়িতেই আছেন। তবে আইসোলেশনে। ফুসফুসের অবস্থা খুব একটা ভাল নেই, কথা বলতে কষ্ট হয়।
দোয়া করবেন।
আপনি এসেছিলেন, জানাবো। আর-
বসতে বলি কি করে। সবাই এড়িয়ে চলে
আপনিও তাই করুন।
অগত্যা বন্ধু বাড়ির চৌকাঠ না পেরিয়েই বাড়ির পথ ধরি।
আব্দুল হালিম আমার বাল্যবন্ধু
কত গল্প কত স্মৃতি কত হিসাব নিকাশ
কিন্তু কে জানতো-
মানুষ নয় সমাজ নয় কুসংস্কার নয় কিংবা মানুষের গড়া কোন আইন নয়।তবু-
একে অন্যের অস্পৃশ্য ছোঁয়াছুয়ি মানা।যেন-
মানুষের তরে মানুষ নহে
মানবতার ভীতশ্রদ্ধ অবমাননা।