মানুষ তুমি—সবই পারো
ধার ধারোনা তুমি কারো
খোঁজে বেড়াও ঘ্রাণ
রাখতে বাজি ঘৃণ্য কাজে
কাঁপেনা হাত প্রাণ।


কথায় কথায় মানুষ মারো
যা আছে চাও-তত আরো
তোমার এত সাধ
উপড়ে দিতে ভয় করোনা
চলার পথের বাঁধ।


বড় ভায়ের হুকুম তামিল
করতে বুয়েট বড় কামীল
ভাবলেনা এর ফল
কখন আসে ঈশান বায়ূ
নাড়তে ধর্মের কল।


মরলে তোরা খেয়ে ফাঁসি
পিতা মাতায় করলে নাশি
হায়! বুয়েটিয়ান
বড় ভায়ের কথায় করলি
পরিবার কোরবান।