বারমাসি
———
বৈশাখে ঝড় আনে
জৈষ্ট্যেতে আম
আষাঢের বারিষণ
জলে ভরে ধাম।
শ্রাবণের বারিধারা
ঝরছেতো ঝরছে
ভাদ্রের গরমেতে
তাল পেকে পড়ছে।
আশ্বীনের আগমনি
কার্তিকে ঠাণ্ডা
অগ্রানে পাকা ধানে
ঘরে ঘরে মণ্ডা।
পৌষের রাত জেগে
গেয়ে যাই গীত
মাঘ নিয়ে এলো ঐ
কনকনে শীত।
ফাল্গুনে বিকসিত
প্রেম ভালবাসা
চৈত্রের খরোতাপে
মিছে সব আশা।