ছাতার কদর রয়না যেমন— বৃষ্টি থেমে গেলে
রাঙিয়ে মন আমার তুমি গেলে তেমন ফেলে।


চাইনা হতে ঝরনা কলম
যার কালি আর নেই
যায়না রাখা পকেটে তা-
এই আমি নই সেই।
চাও যত চাও পাও তত পাও
আমায় বুঝি মেলে।
রাঙিয়ে মন আমার তুমি গেলে তেমন ফেলে
ছাতার কদর রয়না যেমন— বৃষ্টি থেমে গেলে।


মূল্যহীনে মূল্য কী আর
ধরবে কোনদিন
যা পেয়েছি জীবন থেকে
মানি সবই ঋণ।
যায়না ভাজা এ সংসারে
কিছুই বিনা তেলে।
রাঙিয়ে মন আমার তুমি গেলে তেমন ফেলে
ছাতার কদর রয়না যেমন— বৃষ্টি থেমে গেলে।