আমি যখন কাব্য লিখি
তুমি থেকো কল্পনায়
ভালবাসা উপচে পড়ে
শব্দ হাতুড় যন্ত্রণায়।


কলম চুষা নীল কালিরা
ছুটে যখন ব্যঞ্জনায়
সুর জোয়ারে ভেসে বেড়াই
হৃদ সেতারের মুর্ছনায়।


ভাবনা তখন অবাক হয়ে
তেপান্তরে দেয় পাড়ি
মন মানেনা কোন বাঁধন
না বিরতি না দাড়ি।


সেই আমি রই আকাশ মাঝে
শুভ্রকমল মেঘমালায়
সে তুমি তা দেখতে পাবে
দাঁড়াও যদি জানালায়।