ভোলানাথ আর কদম আলি
পাশাপাশি বাড়ি
আত্মীয়তা নেই তবুও
হয়না ছাড়াছাড়ি।


সারা জনম ভোলানাথ আর
কদম আলি মিলে
তুলছে গড়ে আপন ভূবন
দু’জন তিলে তিলে।


সম্প্রীতিতে আটকে তারা
ভুলে হানাহানি
জাতি ধর্মে তোয়াক্কা নেই
এক গ্লাসে খায় পানি।


হঠাৎ ঝড়ে আকাশ ভেঙে
পড়লো যেন ঘাড়ে
ছিটমহলের ভাগ-বাটুরায়
দুইজনা দুই পাড়ে।


কান্দে ভোলা কান্দে কদম
জড়াজড়ি করি
স্মৃতির পাতায় ধুলো জমে
বাস্তুভিটা চড়ি।


হয়তো আবার হবে দেখা
কাঁটাতারের ফাঁকে
ভীন দেশী দুই নাগরিকের
হৃদয়ভাঙার বাঁকে।