চৈত্রের সেই তাপ
নেই যেন মর্তে
করোনা ভয়ে তাপ
ঢুকে গেছে গর্তে।
বছরের শেষ দিন
বিদায়ের ঘন্টা
বৈশাখ নাম শোনে
বাড়ে উৎকন্ঠা।
কড়কড় মড়মড়
চমকায় বিজলী
এই এই ধর ধর
পড়ে যায় টিকলী।
করোনা ঝড়ে যায়
বৈশাখ চুপসে
আর কত আইসোল
দিন যায় আলসে।
জয় জয় হবে জয়
যাবে উৎকন্ঠা
ঠিক হয়ে যাবে ঠিক
উদ্গ্রীব মনটা।