হিজল ফোটে শরৎ কালে
ঝরে প্রভাত হলে
সূর্য কিরণ গায় মেখে তার
সুগন্ধী দেয় জলে।
ভাদ্র মাসে ভাটীর টানে
সাগর আলিঙ্গনে
প্রাণপনে মন ধরে রেখে
চায় ছুটে জল সনে।
মলিন বিধুর জলের তরে
হিজল গাঁথে মালা
জলের পরে পরিয়ে বলে
ভুলো মনের জ্বালা।
আকাশ পথে ফিরে এলে
আবার হবে দেখা
বৃষ্টি নামের মিস্টি মেয়ের
কাব্য হবে লেখা।