—-
গাছের পাতা অসুস্থ হলে ঝরে পড়ে
মানুষ অসুস্থ হয়ে মরে যায়
বসন্ত আসে,
গাছে নতুন পাতা গজায়
মানুষের আর বসন্ত আসেনা কুঁড়িও গজায়না
মানুষ চিরতরে হারিয়ে যায় অজানায়।
শব্দের যেমন অভিধান আছে
খুঁজলেই পাওয়া যায়। কবিরা নতুন নতুন শব্দ সৃষ্টি করে, নতুন শব্দে মন মাতায়
কিন্তু মানুষের কোন অভিধান নেই
কবি মানুষ সৃষ্টি করতে পারেনা
মানুষ সৃষ্টি হয়, মানুষ সংরক্ষিত হয়
স্রষ্ঠার সংগ্রহশালায়,অশরীরি পাহারায়
মানুষ হারিয়ে যায় অজানায়
একজন আল মাহমুদ ঠাঁই
নেয় কোন এক নতুন ঠিকানায়।