রাত-বিরাতে বাক্য যুদ্ধ
চলে টিভির স্কিনে
চুলচেরা সব সুবিশ্লেষণ
যা ঘটে যায় দিনে।


পক্ষ নিয়ে কথার মালায়
সাক্ষ্য-সবুদ যুক্তি
রাত পোহালে এলো বলে
সাধারণের মুক্তি।


গাঁটের কড়ি ঘঠের ঘিলু
সব জনতার জন্য
দিনের শেষে চেয়ে দেখি
সে যেন এক  অন্য।