——-
শুনছো ওগো বলি কী আর
মরি পেঁয়াজ ঝাঁঝেতে
বিশ থেকে লাফ দিয়ে এখন
বসছে গিয়ে একশ’তে।
মিনশে তোমার মাথা মোটা
দোষ দিয়ে যাও পেঁয়াজে
ঘাবড়ে খামুশ পেঁয়াজ বেটা
নয়া দিল্লীর আওয়াজে।
ইলিশ দিলাম বোঝাই করে
আনতে পুজায় রকমারি?
না হয় খেলাম এ ক’টাদিন
পেঁয়াজ ছাড়া তরকারি।
আসুক দেবী জুড়ুক বেদী
বলবো মা বল, কে অসুর
যায় কি করা মাফগো মাতা
করছে যারা এই কসুর ?